চোখ দেখেই বোঝা যাবে থাইরয়েডের সমস্যা আছে কি না

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৫ মার্চ ২০২২, ০৭:৩৫

থাইরয়েড মানবদেহের ঘাড়ের কাছে অবস্থিত এমন একটি গ্রন্থি, যা থেকে একাধিক গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরিত হয়। থাইরয়েডের সমস্যা একাধিক রোগ ডেকে আনতে পারে। অনেক সময়ে রোগের উপসর্গ চিনতে যেটুকু দেরি হয়, তাতেই রোগী হারিয়ে ফেলতে পারেন অনেকটা গুরুত্বপূর্ণ সময়।


বিশেষজ্ঞদের মতে, থাইরয়েডের সমস্যা থাকলে চোখের উপরেও তার প্রভাব পড়তে পারে সরাসরি। এটি এক ধরনের ‘অটো ইমউন ডিজিজ’। অর্থাৎ, এ ক্ষেত্রে শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, তা সব সময়ে দেহের সব অংশের প্রতি এক ধরনের আচরণ করে না। অনেক সময়েই দেহেরই কোনও অংশের বিরুদ্ধে ভুল করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। থাইরয়েডের ক্ষেত্রে বহু সময়ে সেই সমস্যা হয় চোখ ও তার আশপাশের পেশীতে। শরীরের প্রতিরোধ ব্যবস্থা চোখের আশপাশের সব পেশীকে চিনতে ভুল করতে পারে। ফলে সে সব পেশীর হয়ে লড়ার বদলে তার ক্ষতি করে ফেলে। এর জেরে চোখ ও তার পার্শ্ববর্তী নমনীয় পেশীতে প্রদাহ সৃষ্টি হয়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us