তাঁর হাত থেকে বেরিয়েছিল বিংশ শতাব্দীর সেরা বলটি। তর্কাতীতভাবে সর্বকালের সেরা লেগ স্পিনার তিনি। বর্তমান প্রজন্ম তাঁকে অনুসরণ করেই লেগ স্পিনে দীক্ষা নিচ্ছে। কিন্তু এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া শিল্পীই এখন শুধুই অতীত।
মারা গেছেন শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন এই কিংবদন্তি লেগ স্পিনার। শুক্রবার অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে ওয়ার্নের মৃত্যুর খবর জানিয়েছে।