পেস বোলিং ইউনিট বাংলাদেশ দলের ‘সম্পদ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ১৩:৪৯

সালমা খাতুনের অফ স্পিন, নাহিদা আক্তারের বাঁহাতি স্পিন, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনের লেগ স্পিন। বরাবরই বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি বৈচিত্রময় এই স্পিন আক্রমণ। কিন্তু নিউ জিল্যান্ডের কন্ডিশনে তাদের কাজটা কঠিন। কন্ডিশন ও উইকেট এখানে পেসারদের চারণভূমি। তবে দুর্ভাবনার কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পেস বোলিং ইউনিটকেই বরং তিনি বলছেন দলের সম্পদ।


মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ অভিষেক ম্যাচটি খেলবে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে। সীমিত ওভারের ক্রিকেটে এই মাঠের উইকেট অনেক সময় ব্যাটিং সহায়ক থাকে। তবে বোলারদের সহায়তা যা থাকে, প্রায় সবটুকু মূলত পেসারদেরই।


তাতে শঙ্কা নয়, নিগার দেখছেন সম্ভাবনা। অভিজ্ঞ জাহানারা আলম আছেন তার পেস আক্রমণে, ওয়ানডেতে বাংলাদেশের সফলতম পেসার যিনি। অভিজ্ঞ লতা মণ্ডল আছেন দলে। আরেক অভিজ্ঞ পেসার রিতু মনি সাম্প্রতিক সময়ে আছেন দারুণ ফর্মে। নিগারকে আরও আশাবাদী করে তুলেছে তরুণ পেসারদের পারফরম্যান্স। সাম্প্রতিক সময়ে বেশ উন্নতির ছাপ রেখেছেন সুরাইয়া আজমিন ও ফারিহা ইসলাম তৃষ্ণা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us