চলচ্চিত্র হোক জীবনের প্রকাশিত সত্য

সমকাল কাওসার চৌধুরী প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ২০:৩৪

মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ শিরোনামে গত ২৫ ফেব্রুয়ারি শুরু হয় 'সৃষ্টিশীল ধারা'র চলচ্চিত্রের যজ্ঞ, মহোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অঙ্গনে এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ উৎসবের এটা ১৬তম আসর। প্রথম আসরটি বসেছিল ১৯৮৮ সালে শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তন ঘিরে।


আজকে যারা চলচ্চিত্রের সৃষ্টিশীল ধারায় বেশ ভালো কাজ করছেন, তারা একেবারেই তরুণ তখন। তারাই মূলত সেই উৎসবের আয়োজক, তারাই ছিলেন উদ্গাতা। তরুণ সেই নির্মাতাদের শক্তি-সাহস জুগিয়েছিলেন তাদের চলচ্চিত্রগুরু আলমগীর কবির। স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক চলচ্চিত্রকার আলমগীর কবির ছিলেন সেই প্রথম উৎসবের প্রথম সভাপতি। দ্বিবার্ষিক সেই উৎসবের ৩৪ বছরের মাথায় আজকের এই উৎসব ওই উদ্যোগেরই ধারাবাহিকতার ফসল।


এবারের উৎসবের সভাপতি একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ এবং উৎসব পরিচালক চলচ্চিত্রকার ইমরান কিরমানী। সঙ্গে আছেন ফোরামের সভাপতি চলচ্চিত্রকার জাহিদুর রহিম অঞ্জন, সাধারণ সম্পাদক চলচ্চিত্রকার রাকিবুল হাসানসহ শর্ট ফিল্ম ফোরামের নতুন এবং পুরোনো কর্মীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us