ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও ভারতের অবস্থান

ঢাকা পোষ্ট নুরুল ইসলাম বাবুল প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১৭:৪৮

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। গত বছরের শেষ দিকে ইউক্রেন নিয়ে মস্কো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ বাড়ার পর থেকে ভারত পক্ষ নেওয়া এড়িয়ে গেছে। কিন্তু ইউক্রেনে মস্কোর আক্রমণের ফলে সেই সতর্ক দৃষ্টিভঙ্গি নয়াদিল্লির জন্য ক্রমশ অসহনীয় হয়ে উঠবে। এটা যদি দীর্ঘমেয়াদে গড়াতে থাকে তাহলে বিভিন্নভাবে ভারতের স্বার্থে আঘাত আসতে পারে।


গত ৩১ জানুয়ারি, ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করা উচিত কি না সে বিষয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বন্দ্বমূলক বিবৃতির বিপরীতে, ভারতের বিবৃতিগুলো সমঝোতামূলক, সংযম, ডি-এস্কেলেশন এবং কূটনৈতিক সংলাপের মতো শব্দ দিয়ে মিশ্রিত। গুরুত্বপূর্ণভাবে, ভারত ইউক্রেনে তার কর্মকাণ্ডের জন্য রাশিয়াকে নিন্দা বা মন্দ ডাকা থেকে বিরত রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us