ফারজানার লড়াইয়ের পর কাছে গিয়ে বাংলাদেশের হার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১৫:৫৯

প্রস্তুতি পর্ব থেকে খুব একটা আত্মবিশ্বাস সঙ্গী হলো না বাংলাদেশের। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের পর তারা হেরে গেল পাকিস্তানের কাছেও। এবার অবশ্য লড়াই হলো বেশ। ফারজানা হকের দারুণ ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনাও জাগল। তবে শেষ পর্যন্ত পারল না তারা একটুর জন্য।


নিউ জিল্যান্ডের লিঙ্কনে বুধবার প্রস্তুতি ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশকে ৭ রানে হারায় পাকিস্তান।


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয় ২০২। চার বল বাকি থাকতে তারা অলআউট হয় ১৯৪ রানে।


এসব ম্যাচে অবশ্য জয়-পরাজয়ের চেয়ে প্রস্তুতিই আসল। সেখানে বাংলাদেশ স্বস্তি পেতে পারে বোলিং পারফরম্যান্সে। আগের ম্যাচে ইংলিশদের বিপক্ষে প্রচুর খরুচে হলেও এ দিন বোলিং হয় যথেষ্ট গোছানো। দুই পেসার ফারিহা তৃষ্ণা ও রিতু মনি নেন তিনটি করে উইকেট।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us