৭ কলেজে ভর্তি: ফাঁকা আসন পূরণের দাবিতে বিক্ষোভ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১৬:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ভর্তিচ্ছু একদল শিক্ষার্থী।


বুধবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চারপাশের সড়কে যানজট তৈরি হয়।


পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের সেখানে থেকে সরিয়ে দিলে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। সেখান থেকেও পুলিশ তাদের সরিয়ে দেয়।


আন্দোলনকারীদের সমন্বয়ক সাইফ নেওয়াজ চৌধুরী বলেন, “সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হলেও ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে। মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকা, তারপরও ভর্তি কার্যক্রম স্থগিত করে দেওয়া হচ্ছে; যেটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।



 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us