সব বাবা মায়েরই সন্তানকে দুধে ভাতে রাখার চেষ্টা থাকে। বিশেষ করে সদ্যজাত সন্তানের প্রতি মা-বাবা একটু বেশি-ই যত্নবান হয়ে থাকেন। সদ্যজাত কে বাবা মা যতটা সম্ভব আদর যত্নে রাখতে চান। এই সময়ে সন্তানের পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিদিনই প্রয়োজন হয় ডায়াপারের। কিন্তু জানেন কি, কিছু সংখ্যক ডায়াপারে থাকে এমন একটি পদার্থ যা ক্ষতি করতে পারে শিশুর?
বাজারে যে ডায়াপারগুলো পাওয়া যায়, তা নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে অধিকাংশ ডায়াপারে ব্যবহার করা হয় এমন একটি উপাদান যাকে বিজ্ঞানের ভাষায় বলে ফ্যালেট। এই ফ্যালেট শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারে।