করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্য সচেতনতার দিকে সবাই খেয়াল রাখছেন। বিশেষ করে করোনাকালে মুখের যত্ন নেওয়া খুবই জরুরি। কারণ দীর্ঘ সময় ধরে মুখে মাস্ক পরে থাকতে হয়। এতে করে মুখের দুর্গন্ধ ও দুর্গন্ধযুক্ত শ্বাস বিরক্তির সমস্যা হয়ে দাঁড়ায়।
তাছাড়া দুর্গন্ধ, ক্যাভিটি, প্লাক জমা, এনামেল নষ্ট হয়ে যাওয়াসহ নানান সমস্যা দেখা দিতে পারে দাঁতে। দিনে অন্তত দু’বার দাঁত ব্রাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু দাঁত ব্রাশ করলেই তো আর নিশ্চিন্ত হওয়া যায় না।
সেই সঙ্গে চাই উপযুক্ত মাউথওয়াশ। কারণ মাউথওয়াশ শুধুমাত্র যে মুখের দুর্গন্ধ দূর করে তা নয়। মুখের ভেতরে সুস্বাস্থ্যও রক্ষা করে। তাই চলুন দেখে নেওয়া যাক, ঘরোয়া উপায়ে কিভাবে বানাবেন মাউথওয়াশ।