প্লাস্টিকের পার্টস ও ইলেক্ট্রনিক যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রতিষ্ঠানে সাইবার হামলার পর জাপানের কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টয়োটা একে ‘সরবরাহকারী কোম্পানির সিস্টেমের ব্যর্থতা’ হিসেবে আখ্যায়িত করেছে। টয়োটার সরবরাহকারী প্রতিষ্ঠান কোজিমা ইন্ডাস্ট্রিজ করপোরেশনের একজন মুখপাত্র সাইবার হামলায় আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। এই সাইবার হামলার নেপথ্যে কে বা কারা তা এখনও জানা যায়নি। তবে জাপানের প্রধানমন্ত্রী ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের পক্ষ নেওয়ার ঘোষণার পরপরই এই হামলা হয়েছে।