You have reached your daily news limit

Please log in to continue


আগে নিরপেক্ষ সরকার, পরে নির্বাচন কমিশন: গয়েশ্বর

নতুন নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দ্রব্যমূল্যের ‘ঊর্ধ্বগতি’ ও ‘দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বরিশাল মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, “আগে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, এরপরে নির্বাচন কমিশন। যারা এই সরকারের নির্বাচন কমিশনকে বিশ্বাস করে, তাদের পাগলা গারদে চিকিৎসা করানো দরকার।”

সম্প্রতি সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমানকে নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন