পরিবারের চাপে ‘জুদাই’তে অভিনয় করেন অনিল

বার্তা২৪ প্রকাশিত: ০১ মার্চ ২০২২, ১৭:২৪

এক লোভী নারী (শ্রীদেবী) টাকার জন্য নিজের স্বামীকেই বিয়ে করে দেন অপর এক নারী (উর্মিলা)র কাছে। পরে স্বামী যখন নিজের দ্বিতীয় স্ত্রীকে ভালোবেসে ফেলে তখন সে নিজের ভুল বুঝতে পারে। গল্পটি শুনে হয়তো এতোক্ষণে বুঝে নিয়েছেন এটি কোন ছবির কাহিনী।


শ্রীদেবী-অনিল ও উর্মিলা অভিনীত ‘জুদাই’ ছবিতে দেখা গিয়েছিলো এমনই গল্প। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে সুপার-ডুপার হিট ব্যবসা করেছিলো। কিন্তু জানেন কি এই ছবিটিতেই অভিনয় করতে চাননি অনিল কাপুর।


 

বলিউডের এই অভিনেতার ভাষ্য, “আমার এই ছবিতে কাজ করার কোনও ইচ্ছে ছিল না। কারণ আমি সিনেমার চরিত্রটির সাথে নিজেকে কানেক্ট করতেই পারছিলাম না। কিন্তু পরিবারের তরফ থেকে আমার উপর তখন মারাত্মক চাপ আসছিল। ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ফ্লপ করার পর অর্থকষ্টে ভুগছিলাম আমরা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us