‘অন্য দেশকে বলা হচ্ছে বাংলাদেশকে দেখে শেখো’

বণিক বার্তা আ হ ম মুস্তফা কামাল প্রকাশিত: ০১ মার্চ ২০২২, ১৫:০৫

আ হ ম মুস্তফা কামাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী। এর আগে তিনি পরিকল্পনামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদে কুমিল্লা-১০ সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য। এছাড়া মুস্তফা কামাল ২০১৪-১৫ মেয়াদে আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেন। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আ হ ম মুস্তফা কামাল এ পর্যন্ত চারবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। এর আগে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭০ সালে তৎকালীন সমগ্র পাকিস্তানের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। দেশের সামষ্টিক অর্থনীতির নানা ইস্যু, রাজস্ব ও মুদ্রানীতি, অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রম, আগামী অর্থবছরের বাজেটসহ নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাইদ শাহীন


অর্থমন্ত্রীর কাছে মানুষ প্রত্যাশা করে, জনগণের কাছে আপনার প্রত্যাশা কী?


জনগণের কাছে আমি সবসময়ই তাদের ভালোবাসা এবং তাদের বিশ্বাস ও আস্থা প্রত্যাশা করি। জাতির পিতার স্বপ্ন পূরণ করতে হবে, এ দেশকে সোনার বাংলা হিসেবে নির্মাণ করতে হবে। কাজটি করার জন্য দেশের মানুষকে আমি সবসময়ই পাশে চাই। স্বাধীনতার পরে আমাদের ‘তলাবিহীন ঝুড়ি’ বলে আখ্যায়িত করা হয়েছিল। অনেকেই বাংলাদেশকে উপহাস করে বলেছিলেন, বাংলাদেশ নামের দেশটির সামনে কোনো স্বপ্ন নেই। এ দেশ কোনো দিন এগোতে পারবে না। তারা যদি এগোতে পারে তাহলে পৃথিবীর যেকোনো দেশ এগোতে পারবে। এখন পরিস্থিতি পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। অন্য দেশকে বলা হচ্ছে—বাংলাদেশকে দেখে শেখো। গত ৫০ বছরে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us