মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির করা আবেদনের বিষয়ে আজ মঙ্গলবার (১ মার্চ) আদেশ দেবেন আদালত। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভার্চুয়ালি এ আদেশ দিবেন। এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) মামলা বাতিল চেয়ে পরীমনির করা আবেদনের ওপর শুনানি শেষ হয়।
এদিন আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট শাহিন উজ্জামান শাহিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
পরে অ্যাডভোকেট শাহিন উজ্জামান শাহিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে গত ৩০ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারায় আবেদন করেন পরীমনি।