সঙ্গীর সাথে মিথ্যা বলা কখনই গ্রহণযোগ্য না। এই মিথ্যার ফলে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না তা চিন্তার বিষয় না, মূল কথা হলো মিথ্যা গ্রহণযোগ্য না। মিথ্যা একটি সম্পর্ককে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে। কেউ মিথ্যা বলা পছন্দ করে না।
এজন্য কী কারণে সে মিথ্যা বলছে এ বিষয়ে অবশ্যই আগে জানা দরকার। তবে অনেকে অভ্যাসের কারণে মিথ্যা বলে। বিশ্বাস: অনেকে প্রতারণা করার জন্য মিথ্যা বলে। যদি এর পিছনের প্রমাণ আপনি খুঁজে পান এবং বুঝতে পারেন যে আপনার সঙ্গী দূরে সরে যাচ্ছে তাহলে আপনার উচিত হবে সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলা এবং এর পিছনে কী কারণ আছে তা খুঁজে বের করা।
এতেই করেই আপনি মিথ্যা বলার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারবেন। আর্থিক সমস্যা: এমন হতে পারে আপনার সঙ্গী আপনার কাছ থেকে আর্থিক সমস্যা লুকানোর চেষ্টা করছে। এটি এমন হতে পারে যে সে আর্থিক সঙ্কটে আছে এবং সে বিষয়ে আপনাকে জানাতে চায় না।