বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৮০ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৭০ হাজার ৯৭৫ জনে।
আগের দিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্বে ১১ লাখ এক হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়েছিলো। মঙ্গলবার (১ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৯ লাখ ৭৪ হাজার ৫৭২ জন। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৩ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৫৬০ জন।
এর মধ্যে ৩৬ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন সুস্থ হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এসময় দেশটিতে ৭৩৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫১ হাজার ৬৬০ জনে।