পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে আজ মঙ্গলবার থেকে ২৪ দিনের কর্মবিরতিতে যাচ্ছেন বিভিন্ন কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৫ হাজার সরকারি কর্মচারী।
পুরোনো আমলের পদবি আর নিম্ন গ্রেডের বেতনে কাজ করছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এসব কর্মচারীরা।
সংশ্নিষ্টরা জানিয়েছেন, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৪ মার্চ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। কর্মচারীরা সকাল ৯টায় হাজিরা খাতায় সই করে বিকেল ৫টা পর্যন্ত কাজ না করে অফিস চত্বরে অবস্থান করবেন।