নতুন নির্বাচন কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একান্ত অনুগত বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একইভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও একজন কট্টর আওয়ামী লীগার এবং তিনি প্রধানমন্ত্রীর খুব পছন্দের ব্যক্তি। পুরো কমিশনই সাজানো হয়েছে পরীক্ষিত আওয়ামী লীগের আমলাদের দিয়ে।
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।