২০২১ সালে চীনে কয়লা ব্যবহার রেকর্ড পরিমাণে বেড়েছে

আজকের পত্রিকা প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৩

গেল বছর চীনে কয়লার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কোভিড-১৯ মহামারির ধকল কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপের কারণে দেশটিতে মোটাদাগে জ্বালানির ব্যবহার বেড়েছে। সোমবার চীনের পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে। 


এনবিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহারকারী ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন ২০২১ সালে ৫২৪ কোটি টন কয়লা পোড়ানোর সমপরিমাণ জ্বালানি ব্যবহার করেছে। আগের বছরের তুলনায় এটি ৫ দশমিক ২ শতাংশ বেশি। বছর হিসাবে কয়লা ব্যবহার বৃদ্ধির এ হার ২০১১ সালের পর সর্বোচ্চ। আর সরাসরি কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us