নতুন আইনের আলোকে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে পাঁচ জনকে নিয়ে আগামী পাঁচ বছরের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করা হলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, এ নিয়ে তাদের কোনও আগ্রহ নেই। অথচ এই কমিশনের অধীনেই আগামী অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রশ্ন হলো, বিএনপির কেন আগ্রহ নেই? তারা কি আগামী নির্বাচনে অংশ নিতে চায় না, নাকি তারা ভাবছে যে আন্দোলন করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং নতুন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচনে যাবে?
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে সিইসি করে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয় গত ২৬ ফেব্রুয়ারি। এদিন রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন সিইসি বা কমিশনার কারা হলেন এটা নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। এটা নিয়ে আমরা কোনও কথাই বলতে চাই না। আমাদের মূল কথা হচ্ছে, আওয়ামী লীগ সরকারে থাকলে কোনও নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’