আমার বাংলা পপ গান শোনার শুরু ছেলেবেলায়। ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁই, ফকির আলমগীর, পিলু মমতাজ, নাজমা জামান, আজম খান এবং আরও বেশকিছু নাম হৃদয়ে গাঁথা।
১৯৮৬। অবসকিওর ব্যান্ডের মাধ্যমে আমার গানের ভুবনে পদচারণা শুরু। বিভিন্ন কনসার্টে লাইভ শো করতাম। লাইভ শো শুরুর একটা সময় ছিল উনাদের কোনো না কোনো গান গাইতে হতো। উনাদের গান না গাইলে শো শেষ করা যেত না। বিশেষ করে চট্টগ্রামে তার গানের জনপ্রিয়তা অনেক বেশি ছিল।