জিমেইলের ধারণক্ষমতা শেষ হলে

প্রথম আলো প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০

জিমেইল অ্যাকাউন্টে বিনা মূল্যে ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ দিয়ে থাকে গুগল। এর বেশি তথ্য জমা হলে আপনি ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারবেন না। জিমেইলে আরও বেশি জায়গা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছে থেকে অর্থ নিয়ে থাকে গুগল। তবে অর্থ খরচ না করে জিমেইলের জায়গা খালি করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু ১৫ গিগাবাইট জায়গা খালি করা সহজ নয় নিশ্চয়ই। নিচের পদ্ধতি কাজে লাগিয়ে জিমেইলে থাকা তথ্য দ্রুত মুছে জায়গা খালি করা যায়।


গুগলের স্টোরেজ ম্যানেজমেন্ট


গুগলের স্টোরেজ ম্যানেজমেন্টের মাধ্যমে বড় ফাইলগুলো দেখার পাশাপাশি সেগুলো দ্রুত মুছে ফেলা যায়। এ জন্য https://one. google. com/storage/management ঠিকানায় প্রবেশ করে নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এবার ডিসকার্ডেড আইটেমস বিভাগে গেলেই মুছে ফেলা ই-মেইল, স্প্যাম মেইলের পাশাপাশি গুগল ড্রাইভের ফাইলগুলোও দেখা যাবে। লার্জ আইটেমস বিভাগে পাওয়া যাবে বেশি জায়গা নেওয়া ফাইলগুলো। আদার আইটেমস বিভাগে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভিডিও ও ফাইলের দেখা মিলবে। আপনি চাইলেই অপ্রয়োজনীয় ফাইলগুলোর নিচে থাকা Review and free up লিংকে ক্লিক করে Delete All অপশনের সাহায্যে একসঙ্গে সব ফাইল মুছে ফেলতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us