নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বহু বছর থেকেই বালুর ব্যবহার হয়ে আসছে। তবে নির্মাণশিল্পে বালুর ব্যবহার সবচেয়ে বেশি। জার্মানিতে তার পরিমাণ প্রায় ৯৫ শতাংশ। একটা সাধারণ বাড়ি তৈরিতে ২০০ টন বালু লাগে। কিন্তু এই বালু উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে দেশের বিভিন্ন জায়গায়।
গণমাধ্যমে দেখতে পেলাম চাঁদপুর জেলায় পদ্মা ও মেঘনার মোহনায় জনস্বার্থে ডুবোচর সরানোর কথা বলে শত শত ড্রেজার দিয়ে অন্যান্য জায়গা থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান। কিন্তু জনস্বার্থের নামে ব্যক্তিস্বার্থ অর্জিত হচ্ছে। আরও অনেক জেলায় এভাবে বালু উত্তোলন করা হয়, যা মানুষকে বিপদে ফেলে।