দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ থাইল্যান্ড। দেশটির জিডিপির আকার ছাড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার। দ্রুত সমৃদ্ধির পথে হাঁটা থাইল্যান্ডের অর্থনীতি বড় হলেও ব্যাংকের সংখ্যা বাড়েনি। বর্তমানে দেশটিতে সরকারি খাতের ব্যাংকের সংখ্যা মাত্র ছয়। আর বেসরকারি খাতে রয়েছে ১২টি ব্যাংক। সব মিলিয়ে উদীয়মান অর্থনীতির দেশটিতে লাইসেন্সপ্রাপ্ত নিজস্ব ব্যাংকের সংখ্যা ১৮।
বিশ্ববাণিজ্যের অন্যতম কেন্দ্র এশিয়ার ধনী রাষ্ট্র সিঙ্গাপুর। কিন্তু দেশটিতে স্থানীয় ব্যাংকের সংখ্যা মাত্র পাঁচ। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বহু বছর ধরে উদাহরণ হিসেবে আসছে মালয়েশিয়ার নাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয়ভাবে গড়ে ওঠা ব্যাংকের সংখ্যা মাত্র আট।
নিজস্ব ব্যাংকের সংখ্যা কম হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তিনটির সমৃদ্ধি আটকায়নি। উল্টো দেশগুলোর শক্তিশালী অর্থনীতি প্রতিনিয়ত বিদেশী ব্যাংকগুলোকে আকর্ষণ করে চলেছে। থাইল্যান্ডে প্রতিনিয়ত ব্যাংকের শাখা খুলছে বিদেশী ব্যাংকগুলো। দেশটিতে কার্যক্রম পরিচালনা করছে ৪৫টি বিদেশী ব্যাংক। সিঙ্গাপুর বিদেশী ২২টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। মালয়েশিয়ায় বিদেশী মোট ব্যাংকের সংখ্যা ২৬।