দলে পারফরমার বাড়ছে। সঙ্গে বাড়ছে জায়গা নিয়ে প্রতিযোগিতাও। ক্রিকেটারদের একটি লড়াই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। আরেক লড়াই সতীর্থদের সঙ্গেই। সুযোগ কাজে লাগিয়ে অন্যদের চেয়ে এগিয়ে থাকার। ধারাবাহিক পারফর্ম করার চাপও তাই বাড়ছে। এটিকে ক্রিকেটীয় বাস্তবতা হিসেবেই দেখছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডারের মতে, এই চ্যালেঞ্জকে সঙ্গী করেই এগিয়ে যেতে হয় ক্রিকেটারদের।
একটা সময় এই চাপ খুব একটা ছিল না বাংলাদেশ দলে। ধারাবাহিকভাবে পারফর্ম করার মতো ক্রিকেটার ছিল কম। উপযুক্ত বিকল্পও খুব একটা ছিল না। খুব ভালো পারফর্ম না করেও তাই জাতীয় দলে টিকে থাকা যেত অনেকটা সময়। এখন সেই সুযোগ কম। তুমুল প্রতিভাবান না হলে বা বিশেষ কোনো কারণ না থাকলে পারফর্ম না করে এখন দলে টানা সুযোগ পাওয়া কঠিন।