ব্রাজিলের কোচ হিসেবে ছয় বছরের যাত্রা শেষ হতে যাচ্ছে তিতের। কাতার বিশ্বকাপের পর পাঁচবারের বিশ্ব চাম্পিয়নদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
২০১৬ সালে দায়িত্ব নেওয়া তিতের কোচিংয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠে ব্রাজিল। সেখানে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেয় দক্ষিণ আমেরিকার দেশটি।
বিভিন্ন সময়ে তিতে জানিয়েছেন, তিনি একটি ‘চক্রের’ জন্য জাতীয় দলের দায়িত্ব নিতে চান-একটি বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপ পর্যন্ত।
ব্রাজিলিয়ান ব্রডকাস্টার স্পোরটিভির সঙ্গে গত শুক্রবার আলাপচারিতার সময় তিতে জানান, ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে তার লক্ষ্য বিশ্বকাপ জেতা।
“বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত আমি (দায়িত্বে) থাকব। এটা নিয়ে আমার মিথ্যা বলার তো কোনো দরকার নেই।”