ফেসবুকে ফারুকীকে তুলোধুনা, বয়কটের ডাক

ঢাকা টাইমস প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮

জাতীয় সংসদ ভবন ও বায়তুল মোকাররম মসজিদে শুটিং করার অনুমতি চেয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন নির্মাতা মোস্তফা সওয়ার ফারুকী। তিনি বাইরের দেশগুলোর উদাহরণও দেন।


 


কিন্তু সংসদ ভবন ও বায়তুল মোকাররম মসজিদের মতো জায়গায় শুটিং করতে চাওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখেননি সোশ্যাল মিডিয়ার অধিকাংশ মানুষই। তারা নির্মাতা ফারুকীকে কমেন্টের মাধ্যমে তুলোধুনা করেছেন। চলুন দেখে আসি কার কী মন্তব্য।


Mohibullah Bhuiyan


‘জাতীয় সংসদে শুটিংয়ের সুযোগ পাওয়া যৌক্তিক কিন্তু মসজিদে শুটিংয়ের আবেদন করা মুর্খতা।’


রোকন রাজ রাসেল


‘এই দুটি পবিত্র জায়গা, সব জায়গা হাসি-তামাশার জন্য না। বিদেশিদের সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতি এক না। আমাদের সংস্কৃতি আমরা বুকের মাঝখানে লালন করি। ক্যামেরাবন্দি করে দেখাতে হবে না। এমনিতেই অনেক সুন্দর।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us