দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ১৫। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের পারফরম্যান্স ছুটছে উল্টোপথে। বার্সেলোনাকে তাই এখনই লিগ দৌড় থেকে ছিটকে দিচ্ছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের প্লে অফে ৪-২ গোলে দারুণ জয় পেয়েছে বার্সা। এর আগে লিগেও পেয়েছে ৪ গোলের জয়। অন্যদিকে পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হেরে গেছে রিয়াল। লিগেও সম্প্রতি হোঁচট খেয়েছে বেশ কয়েকবার। সব মিলিয়ে আনচেলত্তি স্বীকার করেছেন, ভুগছে তার দল।