জলবায়ু পরিবর্তনের জেরে গ্রীষ্মকালে তাপমাত্রা যা দাঁড়ায়, তাতে শুধু শরীর নয়, মনও ক্ষতিগ্রস্ত হয় চরম মাত্রায়। বায়ুমণ্ডলের তাপমাত্রার সঙ্গে মানসিক স্বাস্থ্যের ওঠানামার এ সম্পর্ক উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। কয়েক লাখ মার্কিন নাগরিকের চিকিৎসাসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। দশকব্যাপী এই গবেষণার কাজ হয়েছে।
গবেষণায় বলা হয়, মানসিক চাপ, মেজাজ, উদ্বিগ্ন, সিজোফ্রেনিয়া, নিজের ক্ষতি করা এবং নানা ধরনের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কমা-বাড়ার ওপর চরম তাপমাত্রার প্রভাব রয়েছে। তাপমাত্রার এই ভোগান্তির নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন। গবেষণায় দেখা যায়, এক দশকের গবেষণা অনুসারে রেকর্ড তাপমাত্রায় পৃথিবীকে ভুগতে হয়েছে—এমন শীর্ষ ৫ শতাংশ দিনে হাসপাতালে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীর হার অন্য সময়ের তুলনায় ৮ শতাংশ বৃদ্ধি পায়।