ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটি ইউরোপের কোনো দেশে বড় হামলা। রাশিয়াকে এই যুদ্ধে হারাতে হ্যাকারদের স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িত দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তি মিশন পরিচালনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে সাহায্য করতে হ্যাকারদেরদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউক্রেন।
বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন হ্যাকার ফোরামে সরকারের পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়। যেখানে বলা হয়, ইউক্রেনীয় সাইবার কমিউনিটি! আমাদের দেশের প্রতিরক্ষায় অবদান রাখার সময় এসেছে। ওই পোস্টে হ্যাকারদের গুগল ডক্সের মাধ্যমে একটি আবেদন করতে বলা হয়। সেখানে হ্যাকারদের বিশেষত্ব উল্লেখ করতে বলা হয়।