ইউক্রেন সংকটে যে বাস্তবতা পশ্চিমা বিশ্বের বিবেচনায় রাখা প্রয়োজন

বণিক বার্তা ন্যান্সি কিয়ান প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৭

রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে খবর মিলছে। সৃষ্টি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। তবে এ ধরনের সংকট একদমই নতুন নয়, নতুন নয় রাশিয়ার লক্ষ্যও। কয়েক শতক ধরে ইউক্রেন মস্কোভিত্তিক সরকারগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণের অধীনে শাসিত হয়ে আসছে। দেশটি এখন ২০১৪ সালে চালানো হামলার মতো রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন থেকে সুরক্ষা পেতে চায়। এজন্য তারা ন্যাটোর সহযোগিতা প্রত্যাশা করে। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করছেন, রাশিয়ার সঙ্গে সীমান্ত থাকা পূর্ব ইউরোপের দেশগুলোয় আর সামরিক সম্প্রসারণ না করার বিষয়ে নিরাপত্তা জোটটি প্রতিশ্রুতিবদ্ধ। ওই প্রতিশ্রুতি তাদের মানতে হবে।


যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো অবশ্য এ যুক্তিতে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করছে যে সব দেশেরই নিজস্ব ভাগ্য নির্ধারণের অধিকার আছে। তবে ইউক্রেনের স্বাধীনতা সুরক্ষার বিষয়টি যতটা সোজা মনে হয়, ততটা নয়। ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া যে ব্যয় করতে ইচ্ছুক এবং রাশিয়ার কর্তৃত্ব থেকে দেশটিকে রক্ষা করতে ন্যাটোভুক্ত দেশগুলো যে ব্যয় করতে ইচ্ছুক, তার মধ্যে ব্যাপক অসামঞ্জস্য বিদ্যমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us