দুই কোটি টাকার রসুন নিয়ে বিপাকে চট্টগ্রাম কাস্টমস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১০

আমদানিকারক খালাস না নেওয়ায় দুই কোটি ১০ লাখ টাকার রসুন নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। ৪৬৪ টন রসুনের এই চালান নিলামে তুলে বিক্রির উদ্যোগ নিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ। তবে উচ্চ আদালতে রিট করে নিলাম কার্যক্রম স্থগিত করেন আমদানিকারক। এর ১৫ দিন না যেতেই রসুনের এই চালান খালাস নেবেন না বলে জানান আমদানিকারক। এতে উভয় সংকটে পড়েছে চট্টগ্রাম কাস্টমস। আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ রসুন নিলামে বিক্রি করা যাচ্ছে না। আবার পচনশীল পণ্য হওয়ায় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ‍ু


এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার বলেন, আমদানি করে নির্ধারিত সময়ে খালাস না নেওয়ায় ১৬ কন্টেইনার রসুন নিলামে তোলা হয়। ১ ফেব্রুয়ারি নিলাম কার্যক্রম শেষ হওয়ার পর আমদানিকারক এসব রসুন খালাস নেওয়ার ইচ্ছা পোষণ করে উচ্চ আদালতে রিট করেন। আদালত ওই নিলামের ওপর এক মাসের স্থগিতাদেশ দেন। এখন আমদানিকারক মৌখিকভাবে বলেছেন- তারা রসুনের চালানটি খালাস নেবেন না। এজন্য আমরা আমদানিকারককে বলেছি রিট প্রত্যাহার করে নিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us