ঘরের কোণে একটু সবুজের ছোঁয়া কার না ভালো লাগে? শহরে জায়গার অভাবে অনেকেরই বাগান করার শখ থাকলেও করতে পারেন না। তাই ঘরের ভেতর বা ব্যালকনিই একমাত্র ভরসা। এখন নানা ধরনের ইনডোর পল্গান্ট পাওয়া যায়। তাই ঘর সাজাতে ইনডোর প্লান্টের চাহিদা ক্রমশই বাড়ছে।
তবে সঠিক যত্নের অভাবে সেগুলো বেড়ে উঠতে পারছে না। ইনডোর প্লান্ট ভালো রাখার জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা। যেহেতু ইনডোর পল্গান্ট ঘরের ভেতরে থাকে, তাই বাগানে বেড়ে ওঠা গাছের পরিচর্যার মধ্যে অনেক পার্থক্য আছে। সেগুলো জানা থাকলে আপনার ঘর বা ব্যালকনিই হয়ে উঠতে পারে এক টুকরো সবুজ আঙিনা।