হজে পাঠানোর নামে প্রতারণায় জড়িতদের ধরতে মাঠে পুলিশ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৯

‘সরকারিভাবে হজ পালনের জন্য আপনাকে নির্বাচন করা হয়েছে। আমি পাবনা-৪ আসনের সংসদ সদস্যের পিএস বলছি। খুব কম সংখ্যক মানুষ এমন সুযোগ পাচ্ছেন। আপনি অনেক ভাগ্যবান। আপনাকে ধর্ম মন্ত্রণালয়ের একজনের নম্বর দিচ্ছি। আপনি দ্রুত তার সঙ্গে যোগাযোগ করুন।’ গত ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে পাবনার আটঘরিয়া পারখিজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেনকে ফোন করে এসব বলা হয়।


কিছুক্ষণ পর আফতাব হোসেন পিএস পরিচয়ধারী ওই ব্যক্তির পাঠানো নম্বরে কল করেন। অজ্ঞাত ওই ব্যক্তি অপর প্রান্ত থেকে বলেন, ‘আপনাকে সরকারিভাবে হজে যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। দ্রুত নিবন্ধনের জন্য সাড়ে ৭ হাজার টাকা বিকাশ করুন। আফতাব হোসেন জানান, তিনি অজ্ঞাত ওই ব্যক্তির দেওয়া প্রস্তাবটি যাচাইয়ের জন্য পাবনা-৪ আসনের এমপি’র পিএসকে ফোন করে জানতে পারেন বিষয়টি ভুয়া। পরে তিনি ধর্ম মন্ত্রণালয়কে বিষয়টি লিখিতভাবে জানান। আফতাব হোসেন জানান, শুধু তাকেই নয়, আটঘরিয়ার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের এভাবে ফোন করে হজে পাঠানোর নামে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us