ধর্ষণ মামলায় সাক্ষ্য আইনের দুটি ধারায় ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে: হাইকোর্ট

ডেইলি স্টার প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৮

ধর্ষণ মামলায় আদালতে জেরার সময় সাক্ষ্য আইন, ১৮৭২-এর ১৫৫(৪) এবং ১৪৬(৩) ধারায় ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে, বলেছে হাইকোর্ট।


আজ মঙ্গলবার এক রিট আবেদনের শুনানিকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ একথা বলেন।


তবে হাইকোর্ট বলেছেন, সরকারের পাঠানো নথি অনুযায়ী এই আইনের ১৫৫(৪) ধারা বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আদালত এতে হস্তক্ষেপ করবে না।


দুটি ধারা বাতিল চেয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, আইন ও সালিশ কেন্দ্র এবং নারীপক্ষের গত বছর এই রিট আবেদন করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us