দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা সঙ্গে প্রভাবশালী আসামিদের সখ্যতা ছিল বলে অভিযোগ করেছেন দুদকের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিন।
সম্প্রতি সমকালের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন শরীফ। তবে এসময় কোনো কর্মকর্তার নাম উল্লেখ করেননি তিনি।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আসামিদের সখ্যতার কারণে দুদকের অনেক গোপন নথি ফাঁস হয়ে যেত। এমনকি তদন্ত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে জমা দিতে বিলম্ব করা এবং তদন্ত প্রতিবেদনের তথ্য আসামিদের কাছে সরবরাহ করার মতো গুরুতর অভিযোগ করছেন চাকরি হারানো এই কর্মকর্তা।