আমেরিকা ও চীনের অসুখী সম্পর্ক কীভাবে জোড়া লাগবে

প্রথম আলো রিচার্ড হাস প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১

যুক্তরাষ্ট্র ও চীনের আধুনিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী চলছে এ মাসে। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারকে বহনকারী বিমান বেইজিং বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণের মধ্যে তাঁরা চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে–তুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের এ সফর ভূরাজনৈতিক ভূমিকম্প বলে পরিচিতি পায়। নিক্সন এ সফরকে বলেছিলেন ‘দুনিয়াকে বদলে দেওয়া এক সপ্তাহ’।


এ ঐতিহাসিক পুনর্মিলন গণপ্রজাতন্ত্রী চীন ও আমেরিকার মধ্যকার আগের দুই দশকের শত্রুতার অবসান ঘটিয়েছিল। এর আগে বেশির ভাগ আমেরিকানের কাছে চীন লাল অথবা কমিউনিস্ট চীন হিসেবে পরিচিত ছিল। এ শত্রুতার মূল পোঁতা হয়েছিল চীনের গৃহযুদ্ধকালে। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র কমিউনিস্টবিরোধী জাতীয়তাবাদীদের সমর্থন দিয়েছিল। ১৯৪৯ সালে যুদ্ধে হেরে গিয়ে তারা ফরমোজা (তাইওয়ান) পালিয়ে যায়। পরবর্তী বছরগুলোতে কোরীয় যুদ্ধে চীন ও আমেরিকার সৈন্যরা একে অপরকে হত্যা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us