সতর্কসংকেত প্রত্যাহার করার পর আবার কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন ও সেন্ট মার্টিন-কক্সবাজার নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএর নদীবন্দর জেটিঘাট থেকে পর্যটক নিয়ে সাতটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে জাহাজগুলো সেন্ট মার্টিনে পৌঁছায়।
বেলা সাড়ে তিনটার দিকে জাহাজগুলোতে করে আটকে পড়া তিন হাজার পর্যটক টেকনাফ ও কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।