সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সশরীর ক্লাস শুরু হয়েছে। এর মধ্য দিয়ে প্রাধ্যক্ষ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির হওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণ ফিরেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ৩০০১ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন বিভাগে ক্লাস শুরুর মধ্য দিয়ে টানা ৩৬ দিন পর সশরীর ক্লাস শুরু হয়।
সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর আগে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ২ নভেম্বর সশরীর ক্লাস শুরু করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীকালে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একটি হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়।