বয়সের ছাপ দেখা যাওয়া খুব স্বাভাবিক একটি বিষয়। এই পরিবর্তনকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করাই ভালো। কিন্তু অনেকের সময়ের আগেই সাদা হয়ে যায় চুল। বয়সে তরুণ কিন্তু চুলের মধ্যে দেখা যায় সাদা চুলের আনাগোনা। এমন অবস্থায় চুল রং করা হতে পারে একটি সমাধান। তবে পুরো চুল যারা রং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাঁদের জন্য ভালো উপায় হলো অল্প চুল রঙিন বা কালো করা। এমনকি চুলে মেহেদিও করতে পারেন।
চুল পুরোটা রং করুন বা অল্প, নিয়ম অনেকটা একই রকম। অল্প চুলই তো রং করছি, এটা ভেবে এমন কিছু করবেন না, যাতে চুলের ক্ষতি হয়। রং করার পরও যত্নে কোনো কমতি রাখা যাবে না—জানালেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি।