দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামানকে। বরাবরের মতো এবারও দলের এই সিদ্ধান্ত খুব একটা গায়ে মাখছেন না এই রাজনীতিক। তাঁর এলাকা কিশোরগঞ্জের কটিয়াদীর মানুষের প্রশ্ন, আখতারুজ্জামানের বিষয়ে বিএনপির এটা শেষ বহিষ্কারাদেশ কি না।
কটিয়াদী বাসস্ট্যান্ড–লাগোয়া সবজি বাজারের কাছে আজ সোমবার দুপুরের দিকে কয়েকজন যুবক দাঁড়িয়ে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তাঁদের আলোচনার কেন্দ্রে ছিল আখতারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার। উপজেলার চান্দুপুর ইউনিয়নের পূর্ব চান্দুপুর গ্রামের ইলিয়াস কবির বলেন, ‘এখন আমাদের জানার আগ্রহ, এটিই শেষ বহিষ্কার কি না? নাকি এই রাজনীতিকের জীবনে আরও বহিষ্কৃত হওয়ার সুযোগ