অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি চূড়ান্ত করতে কাজ চলছে: শ্রীংলা

ডেইলি স্টার প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪১

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীগুলোর পানিবণ্টন চুক্তি চূড়ান্ত করতে দুই দেশ যৌথভাবে কাজ করছে বলে আজ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা। এ ছাড়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও লবণাক্ততা নিয়ে অভিজ্ঞতা বিনিয়ময়ের কথাও জানিয়েছেন তিনি।


শিমলায় ভারত-বাংলাদেশ মৈত্রী সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন শ্রীংলা। বেসরকারি সংস্থা ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে। সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, ভারতে নিযুক্ত সাবেক হাই কমিশনার, কূটনীতিক ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞরা এই দলে আছেন।


তবে শ্রীংলা তিস্তা নদীর পানিবণ্টনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেননি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে এক দশকের বেশি সময় ধরে এই চুক্তি ঝুলে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us