সিটি ব্যাংক সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফকে ব্যাংকের প্রধান ব্যবসা কর্মকর্তা বা চিফ বিজনেস অফিসার পদে নিয়োগ দিয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি এখন থেকে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়ের প্রধান হিসেবে কাজ করবেন এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ ব্যাংকের ব্যবসায় প্রবৃদ্ধির তদারকি করবেন।
শেখ মোহাম্মদ মারুফ তার ২৭ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে করপোরেট, ট্রেজারি, এসএমই ব্যাংকিং, গ্রিন এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্সিং সেক্টরে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাংকার। ডেরিভেটিভ প্রডাক্ট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট ও মানি মার্কেটের উন্নয়ন, একত্রীকরণ এবং অধিগ্রহণ, পরামর্শ ও কাঠামোগত অর্থ লেনদেন এবং অফশোর ব্যাংকিং ব্যবসার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।