দেশের বাজারে অস্বাভাবিক হারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রেক্ষিতে দাম নিয়ন্ত্রণে নীতি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে দেশের কর কাঠামাকে সাময়িক সময়ের জন্য পুনর্বিন্যাস করতে হবে। তা নাহলে সামনের রমজান মাসে আরও ভোগান্তি বাড়বে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) ‘বেসরকারি খাতের দৃষ্টিতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর, ২০২১) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনারে এমন অভিমত দেন ব্যবসায়ী নেতারা। ওয়েবিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।