You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেন সীমান্তে ১ লাখ ৯০ হাজার সেনা মোতায়েন রাশিয়ার

আবারও সম্মুখ যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেন সীমান্তে ১ লাখ ৯০ হাজার সেনার সমাগম ঘটিয়েছে ক্রেমলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সেনা-সমাগম আর দেখেনি ইউরোপ। তবে এখনও যুদ্ধ শুরুর আশঙ্কা উড়িয়ে দিচ্ছে মস্কো। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের দাবি ইউক্রেন তাদের ওপর মর্টার হামলা বাড়িয়ে দিয়েছে। তবে ইউক্রেনের দাবি এটি রাশিয়ার গায়ে পড়ে অস্থিরতা তৈরির চেষ্টা ছাড়া কিছু নয়।

মাত্র কয়েকদিন আগেও ইউক্রেন সীমান্তে ১ লাখের কিছু বেশি রুশ সেনা সদস্য অবস্থান করছিলো। এখন সে সংখ্যাটা প্রায় ২ লাখ। গত ৮ দশকে এটাই ইউরোপে বৃহত্তম সামরিক জমায়েত। একদিকে যুদ্ধের কোনো চিন্তা নেই-এমনটা জানান দিচ্ছে রাশিয়া, অন্যদিকে বেলারুশের সাথে যৌথ মহড়া চালিয়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়ে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন