অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis) রোগটির কথা মোটামুটি সকলেই জানেন। আর জানেন এই রোগে আক্রান্ত হলে পেটে ব্যথা হয়। দরকার পড়ে সার্জারির। ব্যস, এইটুকুতেই শেষ জ্ঞান। এর বাইরে বেশিরভাগ মানুষেরই কোনও ধারণা নেই রোগটি সম্বন্ধে। তাই বিশেষজ্ঞরা বলে থাকেন, এই রোগটির বিষয়ে অনেক তথ্যই জানা উচিত। কারণ এই রোগ সম্বন্ধে বিশদে জ্ঞান থাকলে রোগ দ্রুত ধরা পড়ে। এমনকী চিকিৎসা হয় সহজে।
আসলে আমাদের পেটের নীচের দিকে থাকে অ্যাপেনডিক্স (Appendix) নামক একটি অঙ্গ। এই অঙ্গটি হল থলির মতো। তবে এই অঙ্গ বর্তমানে শরীরের তেমন কোনও কাজে আসে না। অ্যাপেন্ডিসাইটিস রোগটি হল এই অঙ্গটির সমস্যা। বেশিরভাগ সময়ই এই সমস্যা দেখা দিলে শল্যচিকিৎসা করা ছাড়া কোনও উপায় থাকে না। এক্ষেত্রে এর ঠিক মতো চিকিৎসা না হলে পেটের অন্দরে নানা সমস্যা দেখা দিতে পারে। হতে পারে রক্তপাত।