টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার অনেকদিন ধরেই প্রেম করছেন। অভিনেতা রণজয়ের সঙ্গে তার কয়েক বছরের সম্পর্ক। দু’জনের কেউই সম্পর্কের বিষয়টি গোপন করেন না। সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই একসঙ্গে ছবি দেন, ঘুরতে যান একত্রে। একে-অপরের পারিবারিক আয়োজনেও থাকেন নিয়মিত।
কিন্তু বিয়েটা কবে? এ প্রশ্ন প্রায়ই শুনতে হয় সোহিনীকে। এবার জবাব দিলেন অভিনেত্রী। জানালেন বিয়ের পরিকল্পনার কথা। সোহিনী বলেন, ‘বিয়ে কবে, এটা রণ বলতে পারবে। আমাকে যে এই প্রশ্ন করছে, আমি ওর দিকেই ঠেলে দিচ্ছি। ও যে খুব ভাল জানে, তাও মনে হয় না। আসলে আমার জীবনে যা ভাল কিছু ঘটেছে, সবটাই প্ল্যান ছাড়া। আমার ধারণা বিয়েটাও সেইভাবেই হবে।’