আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তান থেকে পোলিও নির্মূল সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সফরে গিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক পোলিও নির্মূল-সংক্রান্ত প্রকল্পের (জিপিইআই) অংশ হিসেবে পোলিও নির্মূলে কাজ করছে দ্য বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের কো-চেয়ার হিসেবে নিযুক্ত আছেন বিল গেটস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোলিও নির্মূল করা গেলেও পাকিস্তান ও আফগানিস্তানে এখনো পোলিও রোগী শনাক্ত হয়ে থাকে। বৃহস্পতিবার প্রথমবারের মতো পাকিস্তান সফর করেন বিল গেটস।