সজারুর হামলায় মাথায় হাত কাশ্মীরের আপেল, আমন্ড চাষিদের। এত দিন অন্যান্য ফলের গাছে হামলা চালাত সজারুর দল। শীতকাল এলেই ঝাঁকে ঝাঁকে সজারু ফলের বাগানগুলিতে হামলা চালায় তারা। গাছগুলি এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে যে সেগুলি এক বছরের মধ্যেই মরে যায়। ফলে বিপুল ক্ষতি হয় ফল চাষিদের। কিন্তু এত দিন আপেল এবং আমন্ডের বাগানগুলি সুরক্ষিত ছিল।
এ বার এই সব বাগানগুলিতে সজারু হামলা চালানোয় রীতিমতো সন্ত্রস্ত কৃষকরা। গাছগুলিকে রক্ষা করতে কাঁটাতার, বস্তা গিয়ে ঘিরে দিচ্ছেন চাষিরা। কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছে না বলে জানিয়েছেন পুলওয়ামার এক কৃষক গুলাম নবি দার।