বিএনপি ও এর সমমনা রাজনৈতিক দলগুলো সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে এ মুহূর্তে একমত। এ লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলতে তারা একটি সর্বদলীয় জোট করতে চায়। এ উদ্যোগে বিএনপির পাশে দাঁড়িয়েছে শরিক দলগুলো। মতাদর্শগত অমিল থাকলেও উদ্যোগে সায় আছে আরও কিছু দলের। বিএনপির নেতৃত্বাধীন জোট ছেড়ে গেছে, এমন দলের পক্ষ থেকেও উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে।
বিএনপির নেতৃত্বে অনেক দলের অংশগ্রহণে জোট গঠন সম্ভব হলেও জোটকে সংহত রাখাকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন শরিক দলের নেতারা। তাঁরা বলছেন, নানা মত ও নানা দলের একটি বড় জোটে ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। কাজটা কঠিন হলেও সফলতার জন্য সেটাই নিশ্চিত করতে হবে।